দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স তার সর্বকালের একাদশ ঘোষণা করেছেন। সাবেক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ বিরাট কোহলি এই তালিকায় আছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই তালিকায় জায়গা পাননি ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। পাকিস্তানের এক ক্রিকেটার থাকলেও তিনি ওয়াসিম আকরাম নন!
বর্তমানে ইংল্যান্ডে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) ২০২৫ আসরে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দলের নেতৃত্ব দিচ্ছেন ডি ভিলিয়ার্স। এই টুর্নামেন্ট চলাকালীনই তিনি তার পছন্দের একাদশ বেছে নেন।
দলের শুরুতে ওপেনার হিসেবে রেখেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেনকে। তিন নম্বরে আছেন রিকি পন্টিং।
মিডল অর্ডারে রয়েছেন বর্তমান সময়ের তিন তারকা ব্যাটার বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সপ্তম স্থানে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।
বোলিং ইউনিটে আছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও পাকিস্তানের মোহাম্মদ আসিফ। পাকিস্তানে কিংবদন্তি ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা ছিলেন। তবুও আসিফকে কেন? সে প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘ও অসাধারণ একজন বোলার। দুই দিকেই সুইং করাতে পারে, নিয়ন্ত্রণ ছিল দুর্দান্ত।’
স্পিন বিভাগে আছেন দুই কিংবদন্তি—অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
এই একাদশে জায়গা হয়নি কোনো বাংলাদেশ, ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের। তবে সবচেয়ে বড় বিস্ময় শচীন টেন্ডুলকারের নাম না থাকা। ব্যাটিংয়ের ‘ঈশ্বর’ হিসেবে পরিচিত এই ভারতীয় কিংবদন্তিকে বাদ দেওয়ায় বিস্মিত অনেকেই।
এবি ডি ভিলিয়ার্সের অলটাইম একাদশ:
গ্রায়েম স্মিথ, ম্যাথিউ হেইডেন, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, এমএস ধোনি (উইকেটরক্ষক), মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.