স্টাফ রিপোর্টার: বিপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। গতকাল খুলনার বিপক্ষে অল্পের জন্য জয় না পাওয়া রাজশাহী আজ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে কোনো লড়াইও করতে পারেনি। আসরের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করা ফ্র্যাঞ্চাইজিটি গতকাল খেলতে নেমেছিল তাসকিন আহমেদের নেতৃত্বে। তাসকিনের নেতৃত্বে খেলা প্রথম ম্যাচেই ১১১ রানের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী। ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরেছিল চিটাগং। অবশেষে এসে আবার জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। তাতে অষ্টম ম্যাচে পঞ্চম জয় পেল দলটি। রাজশাহীর বিপক্ষে আগে ম্যাচত করতে নেমে চট্টগ্রাম গড়েছিল দুশ ছোঁয়া সংগ্রহ। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারালেও নাইম ইসলামের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের ভিত্তি পায় দলটি। উসমান খান ৭ রান করে আউট হলেও আরেক ওপেনার নাইম আজ খেলেছেন ৪১ বলে ৫৬ রানের ইনিংস। এছাড়া গ্রাহাম ক্লার্ক করেছেন ২৮ বলে ৪৫ রান, হায়দার আলী খেলেছেন ১৪ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস, শেষ দিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন চিটাগিংয়ের রাহাতুল ইসলামও। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় চিটাগং। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর ব্যাটিং অর্ডার আজ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। দলীয় ৫ রানে জিসান আলমকে দিয়ে শুরু, এরপর একে একে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ হারিস, ইয়াসির আলী, আকবর আলিরা। ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন গতকালই সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয়ও। বিজয় আজ আউট হয়েছেন ২১ বলে ২১ রান করে। এরপর আর কেউই দলের হাল ধরতে না পারায় শেষ পর্যন্ত ৮০ রানেই অল আউট হয় রাজশাহী। আর তাতেই ১১১ রানের বড় জয় পায় চিটাগং।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.