নেইমারের চোখে মিডফিল্ডে সেরা ইনিয়েস্তা

সান্তোস, বার্সেলোনা, পিএসজি ও ব্রাজিল জাতীয় দলে অনেক বিশ্বমানের মিডফিল্ডারের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে নেইমারের। সেই তালিকায় আছেন রোনালদিনহো, কাকা, জাভি হার্নান্দেজের মতো কিংবদন্তিরা।

তাদের সবাইকে উপেক্ষা করে নিজের দেখা সেরা মিডফিল্ডার হিসাবে নেইমার বেছে নিলেন আরেক কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে। সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড মনে করেন, তার সাবেক বার্সা সতীর্থ ইনিয়েস্তার মান বাকি সবার চেয়ে আলাদা। সোনায় মোড়ানো ক্যারিয়ারে বার্সার হয়ে ৩২টি ট্রফি জেতার পাশাপাশি স্পেনের হয়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা।

তবে মেসি ও রোনাল্ডোর যুগের খেলোয়াড় হওয়ায় কখনো ব্যালন ডি’অর জেতা হয়নি এই স্প্যানিশ জাদুকরের। দুবার অবশ্য সেরা তিনে (২০১০ ও ২০১২) ছিলেন ইনিয়েস্তা।

কাকতালীয়ভাবে নেইমারও দুবার সেরা তিনে (২০১৫ ও ২০১৭) মনোনয়ন পেয়ে শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারেননি। নেইমার অবশ্য মনে করেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতির জন্য ব্যালন ডি’অর প্রয়োজন নেই ইনিয়েস্তার।

উয়েফার ওয়েবসাইটে নিজের দেখা সেরা মিডফিল্ডার প্রসঙ্গে নেইমার বলেছেন, ‘যাদের সঙ্গে খেলেছি, যাদের খেলা দেখেছি, তাদের মধ্যে আমার চোখে সেরা মিডফিল্ডার ইনিয়েস্তা। সেটা তার মান ও সব কিছুর জন্য। একজন অসাধারণ মানুষ ও সত্যিকারের কিংবদন্তি হতে ব্যালন ডি’অর দরকার নেই তার। অন্য সবার চেয়ে আলাদা বলেই তিনি অতুলনীয়। তার খেলার সৌন্দর্য, আভিজাত্য ও মান অবিশ্বাস্য।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More