পাকিস্তান সফরে শান্তদের সঙ্গে যাচ্ছেন দুই নিরাপত্তাকর্মীও

মাথাভাঙ্গা মনিটর: আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দুইজন নিরাপত্তাকর্মী পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টা ইতোমধ্যেই কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে বিসিবি, সঙ্গে সরকারি আদেশও চেয়েছে বোর্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত পাকিস্তানের দুইটি শহরে সফর করবে বাংলাদেশ দল। তবে সরকারের অনুমতি এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শেষে সফর চূড়ান্ত হবে। বিসিবি জানিয়েছে, তারা সরকারের নীতিগত অনুমতি পেয়েছে এবং সফরে যাওয়ার সবুজ সংকেত মিলেছে। বাংলাদেশ দলের শারজাহ সফরের সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। শারজাহতে দুইটি ম্যাচ ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। এদিকে ১৩ মে পিসিবি সফরের নতুন সূচি পাঠিয়েছে বিসিবিকে। মূলত ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পরিবর্তন হওয়ায় সফরের সময়ও সামান্য পিছিয়েছে। আগে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে, শেষ হওয়ার কথা ছিল ৩ জুন। এখন তা শুরু হবে ২৭ মে এবং শেষ হবে ৫ জুন। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে ফয়সালাবাদে – ২৭, ২৯ মে ও ১ জুন। শেষ দুই ম্যাচ হবে লাহোরে – ৩ ও ৫ জুন। তার আগে বাংলাদেশ এখন আছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলে এরপর সবকিছু ঠিকঠাক থাকলে তবেই পাকিস্তানের পথে যাত্রা শুরু করবে লিটন দাসের দল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More