বাঁচা-মরার ম্যাচে মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ

স্টাফ রিপোর্টার:ইউ মিস আই হিট ধরণের অবস্থা ইন্টার মিয়ামির। পুমার বিপক্ষে হারলে বিদায় নিতে হবে লিগস কাপ থেকে। জিতলে নিশ্চিত পরবর্তী পর্ব। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাইডলাইনে বসে কাটাতে হবে লিওনেল মেসিকে। চোটে পড়েছেন মিয়ামির অধিনায়ক।

গত শনিবার টুর্নামেন্টে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোট পান মেসি। ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়েন। এরপর শঙ্কা জাগে। মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, মাসলের চোটে মেসিকে তারা পাবে না। তবে মেসি খুব দ্রুতই সেরে উঠবেন বলে আশাবাদী মিয়ামি বস।

বৃহস্পতিবার সকালে পুমাসের বিপক্ষে নামবে মিয়ামি। লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, মিয়ামির অবশ্যই পুমাসকে হারাতে হবে। জিততে পারলে টেবিলের প্রথম চার দলের মধ্যে থেকে পরের পর্ব নিশ্চিত করতে পারবে মিয়ামি। আর সেরা চার দলের মধ্যে না থাকতে পারলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসিদের।

কোয়ার্টার ফাইনালের পথে থাকা মিয়ামি দুই ম্যাচে পাঁচ পয়েন্ট তুলে টেবিলের তিনে আছে। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মিয়ামি। বৃহস্পতিবারের ম্যাচের পর মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী সোমবার। ওই ম্যাচে এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।

মেসির চোটের আপডেট জানাতে মাশ্চেরানো বলেছেন, ‘এটা খারাপ খবর তবে ভালো খবরও। ইনজুরি থেকে মেসি দ্রুত এবং ভালোভাবেই সেরে উঠছেন। তবে আগামীকালের ম্যাচে থাকতে পারবেন না। দেখা যাক কত দ্রুত মেসি নিজেকে ফিরে পায়।’

মিয়ামি যদি বৃহস্পতিবার পুমাসকে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করতে পারে তবে মেসি লম্বা সময় পাবেন। দুই সপ্তাহ বিরতির পর কোয়ার্টার ফাইনালের পর্ব শুরু হবে। লিগস কাপে মিয়ামি টিকে থাকলে মেসিকে আবার দেখা যাবে!

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More