ভিএআর বিতর্কের পর ধাক্কাও খেল বার্সা

শিষ্যদের ওপর যথেষ্ট বিরক্ত বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রায়ো ভায়োকানোর কিপারের প্রশংসা অবশ্য রাগঢাক না রেখেই করেছেন। তবে বিতর্ক জমেছে ভিএআর নিয়ে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিল না প্রথমার্থে। ওই সময় বার্সেলোনা পায় গোল।

রোববার শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত বার্সা ধরে রাখতে পারেনি লিড। ৪০ মিনিটে লামিন ইয়ামালের পেনাল্টি গোলের শোধ ৬৭ মিনিটে রায়োর হয়ে দেন ফ্রান পেরেজ। তাতেই ম্যাচ থামে সমতায়। লা লিগায় দারুণ শুরু করা বার্সাও খায় বড় ধাক্কা। পয়েন্ট খুইয়ে তারা এখন টেবিলের চারে।

ভায়োকানোর মাঠে ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। তাকে ফাউল করে বসেছিলেন পেপ চাভারিয়া। অবশ্য শুরুর এই গোল নিয়েই হয়েছে বিতর্ক! তখন ফাউলটি রিভিউ করার জন্য ভিএআরকে মোটেও কাজে লাগানো যায়নি। প্রযুক্তিগত সমস্যার কারণে রিভিউ করা যায়নি সেই সিদ্ধান্তও।

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে সমতায় ফেরায় স্বাগতিক রায়ো। কর্নার থেকে দারুণ ভলিতে জাল কাঁপান ফ্রান পেরেজ। শেষ দিকে বার্সার ভাগ্য সহায় হয়! অফসাইডের কারণে রায়োর একটি গোল বাতিল হওয়ার পর আরও একটি গোল হজম করা থেকে দলকে রক্ষা করেন গার্সিয়া। পুরো ম্যাচে ৬টি সেভ করেন তিনি।

ম্যাচ শেষে তাই বার্সা কোচ ফ্লিকের প্রশংসাও শুনেছেন গার্সিয়া, ‘আমরা আসলে একটি পয়েন্টের বেশি যোগ্য ছিলাম না। শেষ পর্যন্ত আমাদের বলতেই হবে আমাদের চমৎকার একজন গোলকিপার রয়েছে। আজ অনেক ভুল করেছি।’

সমতায় শেষ হওয়া ম্যাচে দিন শেষে আলোচনায় ভিএআর। এস্তাদিও দি ভায়েকাসে অনুষ্ঠিত এ ম্যাচে ভিএআর ঠিকঠাক কাজ করেনি। যে প্রতিষ্ঠান লা লিগায় ভিএআর পরিচালনা করে থাকে, তারা বলেছে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ভিএআর কাজ করেনি। তবে পরের অর্ধে ঠিকঠাক ছিল। সেখানেই আফসোস রায়োর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More