রোহিতের পর অধিনায়ক হবেন কে? প্রশ্নের জবাব পেয়ে গেছে ভারত

ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের সময় চলছে। রোহিত শর্মা আর বিরাট কোহলিদের মতো তারকারা চলে এসেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। যার ফলে তাদের জায়গা পূরণ করার মতো মুখের সন্ধান করেই চলেছে ভারত। বিশেষ করে রোহিত শর্মার শূন্যস্থান পূরণেই বেশি মনোযোগ ভারতের। ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন, তা নিয়ে আছে বেশ জল্পনা কল্পনা। তবে সে প্রশ্নের জবাব অবশ্য পেয়ে গেছে বিসিসিআই, জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিলের ওপর বাজি ছিল অনেকের। তবে শেষ মুহূর্তে তাকে পেছনে ফেলে উঠে এসেছে অন্য এক নাম। একদিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন গুরুত্ব পাচ্ছেন মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।

‘দৈনিক জাগরণ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এবং নির্বাচকরা আইয়ারকে দীর্ঘমেয়াদে একদিনের দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বে রাখার চিন্তাও করা হচ্ছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আইয়ার সম্প্রতি এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি, কারণ দল যে গড়তে হবে ১৫ জন নিয়ে! তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ধারাবাহিক ব্যাটিং নজর কেড়েছে সবার। পাঁচ ম্যাচে তিনি করেছেন ২৪৩ রান। ৩০ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ৭০টি ওয়ানডেতে ২৮৪৫ রান করেছেন, যেখানে তার গড় প্রায় ৪৮ এবং সেঞ্চুরি আছে পাঁচটি। যে কারণে ওয়ানডেতে এখনও তাকে বিবেচনা করছে ভারত।

তবে আইয়ারকে অধিনায়ক করার বিষয়টি অনেকটা নির্ভর করছে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তের ওপর। রোহিতের বয়স এখন ৩৮। তিনি এবং বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে গেছেন। শোনা যাচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ হতে পারে তাদের শেষ ওয়ানডে। এশিয়া কাপের পর বিসিসিআই রোহিত ও কোহলির সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবে।

অন্যদিকে শুবমান গিলকে কেন ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছে। গিল টেস্টে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হলেও বিসিসিআই মনে করছে, তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। ব্যস্ত সূচির কারণে মানসিক ও শারীরিক চাপ সামলানো কঠিন হবে। সামনে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টানা সিরিজ আছে। তাই তাকে আরও দায়িত্ব না দিয়ে ইতিমধ্যেই সামলানো নেতৃত্বেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More