স্টাফ রিপোর্টার:সন্ধ্যায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ব্যস্ত সময়ে আরেকটি টি-টোয়েন্টি সিরিজে এবার নতুন চ্যালেঞ্জ। লিটন দাসের দল সেই চ্যালেঞ্জ উতরাতে চান, জিততে চান সিরিজ। কুড়ি কুড়ির ম্যাচে পাকিস্তান অবশ্য অনেক এগিয়ে। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।
মুখোমুখি দেখা— ২২ ম্যাচ
বাংলাদেশ জয়ী— ৩
পাকিস্তান জয়ী— ১৯
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ১৯৬/৬, লাহোর ২০২৫
পাকিস্তান ২০৩/৫, করাচি ২০০৮
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৮৫/৯, ঢাকা ২০১১
পাকিস্তান ১২৭/৫, ঢাকা ২০২১
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ
সাকিব আল হাসান (৩৬০)
পাকিস্তান
মোহাম্মদ হাফিজ (২৭৭)
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ
সাকিব (৮৪) পাল্লেকেলে, ২০১২
পাকিস্তান
আহমেদ শেহজাদ (১১১*)
ঢাকা, ২০১৪
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ১০, সাকিব
পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ১১০
তানজিদ ও পারভেজ
লাহোর, ২০২৫
পাকিস্তান ১৪২, সালমান বাট ও কামরান,
সেন্ট লুসিয়া, ২০১০
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৮, তাসকিন আহমেদ
পাকিস্তান ১২, শাদাব খান
সেরা বোলিং
বাংলাদেশ ৩/১০ মাহমুদউল্লাহ,
ঢাকা, ২০২১
পাকিস্তান ৫/৩০, হাসান আলী
লাহোর, ২০২৫
সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ ১১, মুশফিকুর রহিম
পাকিস্তান ৯, মোহাম্মদ রিজওয়ান
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.