খেলাটা আবুধাবিতে, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের। তবে ১৩৯ কিলোমিটার দূরে দুবাই থেকে সেখানে চোখ আছে বাংলাদেশেরও। এই ম্যাচে ফলাফল পক্ষে এলে যে সুপার ফোরের সম্ভাবনা আছে তাদের। তবে তিন দলের ভেতর সবার আগে সমীকরণটা মেলাল শ্রীলঙ্কা। সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে সনৎ জয়াসুরিয়ার শিষ্যদের। এখন প্রশ্ন জাগছে, বাংলাদেশের সমীকরণটা মিলবে তো?
মোহাম্মদ নবীর ঝড়ের পর শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল ১৭০ রানের। তবে তাদের প্রথম হার্ডলটা ছিল ১০১ রানের। ৭ উইকেট হাতে রেখে সে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে দলটা। এখন ৪৪ বলে ৬৯ রান চাই তাদের। সেটা হলেই বাংলাদেশের সমীকরণটা মিলবে এখন।
বাংলাদেশের ম্যাচ শেষ এক দিন আগেই। আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটা করে রেখেছিল। এখন স্রেফ দর্শক, ম্যাচ দেখা আর প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই।
ম্যাচের আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, শ্রীলঙ্কার একটা জয়। আফগানিস্তান জিতলেও কাজ হবে, তবে সেটা হতে হতো বেশ বড় ব্যবধানের। আগে ব্যাট করলে ৬৯ রান, আর পরে ব্যাট করলে ১১.৪ ওভারের ভেতর জয় পেয়ে গেলে আফগানদের সঙ্গী হতো বাংলাদেশ।
তবে আজ আফগানরা টস জিতে ব্যাট করতে নেমেছে। মোহাম্মদ নবীর অবিশ্বাস্য ফিফটিতে তারা ১৬৯ রানের পাহাড় দাঁড় করিয়েছে লঙ্কানদের সামনে।
শ্রীলঙ্কার সামনে প্রাথমিক লক্ষ্যটা ছিল তাই ১০১ রানের। সেটা করলেই তাদের শেষ চার নিশ্চিত হয়ে যেত। কুশল মেন্ডিসের ৩৬ বলে ৪৪ রানের হার না মানা ইনিংসে ভর করে তারা তা করেও ফেলেছে। ১২.৪ ওভারে তারা ১০১ রান ছুঁয়েছে।
এখন এখান থেকে আফগানিস্তান জিতে গেলে তারা সঙ্গী হবে শ্রীলঙ্কার। ৪৪ বলে ৬৯ রানের লক্ষ্য শ্রীলঙ্কা তাড়া করে ফেললে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে যাবে, বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.