৯ বলের তাণ্ডবে কিংসের জয়

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট আরও ছোট গেলো বৃষ্টির কারণে। ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে নির্ধারিত হয় ৫ ওভারে। আর এই ৫ ওভারের ম্যাচে বল একের পর এক আছড়ে পড়ে বাউন্ডারির বাইরে। বৃহস্পতিবার মেজর লিগ ক্রিকেটে দেখা গেল ধুমধাড়াক্কা ব্যাটিং।

ইংল্যান্ডের ফ্লোরিডার লডারহিলে চলতি এমএলসির ২৩তম ম্যাচে টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হয় ওয়াশিংটন ফ্রিডম। বৃষ্টির জন্য ম্যাচ যথা সময়ে শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টিতে ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৫ ওভারে।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টেক্সাস সুপার কিংস নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ওভার প্রতি ১৭.৪০ গড়ে ৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ফাফ ডু প্লেসির পরবর্তে এই ম্যাচে সুপার কিংসকে নেতৃত্ব দেন মার্কাস স্টইনিস। ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে শুভম রঞ্জন ১৪ বলে ৩৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন।

চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ডোনোভন ফেরেইরা মাত্র ৯ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন। বিধ্বংসী ইনিংসে প্রোটিয়া তারকা ৫টি ছক্কা মারেন। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ১টি উইকেট নেন সৌরভ নেত্রভালকর।

টার্গেট তাড়া করতে নেম ওয়াশিংটন ফ্রিডম ৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৪ রান সংগ্রহ করে। ৪৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে সুপার কিংস। সেই সুবাদে তারা ওয়াশিংটনকে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে।

ফ্রিডমের হয়ে গ্লেন ফিলিপস ১১ বলে ১৮ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১০ রান করেন রাচিন রবীন্দ্র। সুপার কিংসের হয়ে ১ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন নান্দ্রে বার্গার। ১টি করে উইকেট দখল করেন আকিল হোসেন ও নূর আহমেদ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডোনোভন ফেরেইরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More