আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মমতাজ বেগমকে

স্টাফ রিপোর্টার: রাজধানীর কোতয়ালী থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর অনুমোদন দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলার তদন্ত কর্মকর্তার করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মমতাজকে এজলাসে তোলা হয়। তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো অবস্থায় দেখা যায়। এছাড়া মুখ ঢেকে রাখেন একটি মাস্কে। কাঠগড়ায় থাকাকালীন সময় তিনি ছিলেন নিরব, তার মধ্যে বিষণ্নতার ছাপ ছিল স্পষ্ট। আদালত থেকে আদেশ পাওয়ার পর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়, সঙ্গে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More