স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে হালনাগাদ তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। সরকারি গেজেট অনুযায়ী, এই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়ালো ৮৪৪। প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই-যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর-২৩ এর দেওয়া ক্ষমতাবলে সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.