ধানের শীষের প্রতীক হয়ে ফিরে এসেছে ঐক্যের শক্তি মানিকগঞ্জে আফরোজা খানম রিতার নির্বাচনী মনোভাব

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, ১৭ বছর ক্ষমতাসীন অবস্থান না থাকলেও ধানের শীষ প্রতীক বাংলার মানুষের হৃদয়ে অটুট থেকেছে। এখন সেই প্রতীক আমাদের ঐক্যের পথপ্রদর্শক হয়ে ভোটযুদ্ধে নতুন করে বিজয় এনে দেবে।

২২ অক্টোবর সন্ধ্যায় হরিরামপুর উপজেলার ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিতা এসব কথা বলেন। তিনি বলেন, “আমাদের মাঝে বিভেদ ও মতপার্থক্য থাকলেও ধানের শীষ আবারও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলেছে। এবার আমাদের একমাত্র লক্ষ্য ভোটযুদ্ধে বিজয় নিশ্চিত করা।”

১৭ বছরের রাজনৈতিক সংগ্রামে বিএনপি টিকে থাকার পাশাপাশি বিজয়ও অর্জন করেছে বলে উল্লেখ করে রিতা বলেন, “এবার সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। মানিকগঞ্জের তিনটি আসনেই আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। আমি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই।”

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি তাঁর বিশেষ অনুরোধ ছিল, বিদ্যালয় যেন কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয় এবং শিক্ষার্থীরা নিরাপদ ও নির্ভয়ে শিক্ষায় অংশ নিতে পারে। শিক্ষার মান উন্নয়নে তিনি সর্বদা সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেনের সভাপতিত্বে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সর্বশেষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আফরোজা খানম রিতা।

ধানের শীষ প্রতীক দীর্ঘদিন ক্ষমতাসীন না থাকলেও জনগণের মধ্যে যে আস্থা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও বিচ্ছিন্নতার পর এই প্রতীক আবারো ঐক্যের বন্ধন গড়ে তুলেছে, যা আগামী নির্বাচনে দলের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে।

মানিকগঞ্জের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও শিক্ষার মান রক্ষা করা দেশের গণতন্ত্র ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব থেকে বিরত থাকার আহ্বান শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই নির্বাচনী লড়াই শুধুমাত্র একটি রাজনৈতিক জয় নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিশালীকরণ এবং জনগণের কণ্ঠস্বর প্রতিষ্ঠার মাধ্যম হিসাবেও বিবেচিত হবে। তাই ভোটযুদ্ধে সফলতা অর্জন মানিকগঞ্জের জনগণের জন্য নতুন আশা ও পরিবর্তনের সূচনা হতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More