নির্বাচন নিয়ে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই দলের সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। ভোট যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, দলের পক্ষ থেকে সেই চেষ্টাই থাকবে। ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। গতকাল শনিবার গণভবনে দলীয় নেতাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের উন্নয়নের জন্য যা যা করণীয়, তা তো আমরা সফলভাবে করতে পেরেছি। এজন্য আওয়ামী লীগকে মানুষ বারবার ভোট দেয়, এটাই হলো বাস্তব কথা। জনগণের আস্থা নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, সেভাবেই কাজ করতে হবে সবাইকে। সামনে নির্বাচন, জাতীয়-আন্তর্জাতিকভাবেও অনেক চক্রান্ত হবে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আওয়ামী লীগ জনগণের ভালোবাসা নিয়েই আগামী নির্বাচনেও ক্ষমতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। বরিশাল-৫ (মহানগর-সদর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন এই আসনের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার। তার উদ্দেশে বৈঠকে শেখ হাসিনা বলেন, নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবার কাজ করতে হবে। তরুণ ভোটারদের প্রতি আহ্বান থাকবে, সবাই যেন নির্বিঘেœ ভোট প্রদান করেন। প্রসঙ্গত, নৌকা প্রতীক নিয়ে ২৯৮ আসনে ২৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের জেলা-উপজেলার শীর্ষ নেতা, বর্তমান ও সাবেক এমপিরাও নৌকার বিরুদ্ধে লড়তে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯৮ আসনে নৌকার বিরুদ্ধে লড়াই করতে চান আওয়ামী লীগেরই সাড়ে ৪০০ নেতা-নেত্রী। এর মধ্যে নৌকা পাওয়া কেন্দ্রীয় ৩৪ নেতার বিরুদ্ধেও অনেক আসনে প্রার্থী মাঠে আছেন। মনোনয়নবঞ্চিত হয়ে ২৩ জন বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকাকে চ্যালেঞ্জ দিচ্ছেন। এর মধ্যে প্রতিমন্ত্রী, হুইপ রয়েছেন। এমন অবস্থার মধ্যে দলের হাইকমান্ড থেকে নির্দেশনা আসল যে, নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকালের অনানুষ্ঠানিক বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দীন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং চট্টগ্রাম ও হবিগঞ্জ আওয়ামী লীগের দুই নেতা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More