স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগে পরিবর্তন, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালু, সীমানা পুনর্র্নিধারণ এবং নির্বাচনকেন্দ্রিক অনিয়ম ঠেকাতে বিভিন্ন কৌশল গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। সিইসি জানান, আসন্ন নির্বাচনে ভোটের অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগে পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষেত্রে বড় পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। অতীতে শিক্ষকরা এই দায়িত্ব পালন করলেও এবার সেই দায়িত্ব ব্যাংকের কর্মকর্তাদের ওপর দেয়ার কথা ভাবছে কমিশন। সিইসি বলেন, আমাদের চিন্তা আছে ব্যাংকের অফিসারদের দায়িত্ব দেয়া।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.