ফোনে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, বিপাকে তাসকিন

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মিরপুর এক নম্বর এলাকায়। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোন করে ডেকে নেন তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং ভয়ভীতি দেখান জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

এই বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে। থানা সূত্র আরও জানিয়েছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনার পরপরই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। তবে অভিযোগ সম্পর্কে তাসকিন আহমেদ বা তার পক্ষ থেকে কোনো কিছুই জানা যায়নি।

বিষয়টি নিয়ে ভাবনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেছেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি। কি হয়েছে সেটা আগে বের হোক।’

তাসকিন কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন। সেখানে ভালো পারফর্ম করলেও এবার তিনি মাঠের বাইরের ঘটনায় আলোচনায় চলে এলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More