‘মানবিক চ্যানেল বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার’

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বলেছেন, রাখাইনকে স্থিতিশীল করার জন্য এবং শরণার্থীদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার জন্য জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল খোলার উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হয়ে ব্যর্থ হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এমন মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সবসময় গুরুত্ব দিয়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্ক জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গাদের আতিথেয়তা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এই সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পথ উন্মোচন করবে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানান।

সঙ্কট সমাধানে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেছেন অ্যান্ড্রুজ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে প্রাসঙ্গিক অংশীদারদের ধারাবাহিক প্রচেষ্টায় দ্রুত ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে। একইসঙ্গে বাংলাদেশকে এ ক্ষেত্রে নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান।

টম অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More