বিনোদন জগতের মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। আর অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও সক্রিয় থাকেন। সম্প্রতি অভিনেত্রী একটি স্ট্যাটাস দিয়েছেন। এতেই নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। নিজের একাকীত্ব ও আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, জানা-অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা।
অভিনেত্রীর এ কথাগুলো যেন জীবনের চড়াই-উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার একটি ইঙ্গিত দিয়েছেন বলে নেটিজেনরা ধারণা করছেন।
অভিনেত্রী আরও লিখেছেন— সব ভুলে না ভুলে দিনশেষে ভেবে যাই শুধু নিজেরই কথা। আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে? তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে।
সুনেরাহ বিনতে কামালের এই দুঃসাহসী ও আত্ম-সচেতনতামূলক বার্তার প্রশংসা করেছেন নেটিজেনরা। তার এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে অনুরাগীরা জানিয়েছেন তাদের মনের কথা। এক নেটিজেন লিখেছেন— এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন। আরেক নেটিজেন লিখেছেন—কথাটা একবারে মনের মতো বলেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.