আরিয়ানের প্রথম তারকাবহুল ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) তার প্রথম পরিচালনায় ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে ।

সিরিজটি প্রযোজনা করেছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সহনির্মাতা হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান। কোনো ব্যাঘাত না ঘটলে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এ তারকাবহুল ওয়েব সিরিজ।

সোমবার আনুষ্ঠানিকভাবে ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। দর্শকরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরিয়ানের স্টাইলিশ সিনেমা-মেকিংকে, ঠিক তেমনি উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিরিজটি দেখার জন্য।

মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেছে, ভরপুর ড্রামা, নাচ, গান, রঙিন বিনোদনের পশলা। গোটা বিষয়টির ওপর ব্যাকরণ মেনে রয়েছে একেবারে বলিউডি ফিল্মি ছোঁয়া।

ট্রেলারে দেখা গেছে, লক্ষ্য অভিনীত চরিত্রে আসমান সিং এক সাধারণ ঘরের ছেলে। যার স্বপ্ন তারকা হয়ে ওঠা। এমন গল্পই দেখানো হয়েছে এ সিরিজে। বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় ছেলেটি স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। তবে তার যাত্রা মসৃণ ছিল না। সুপারস্টার অজয় তলওয়ারের সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া এবং শেষমেশ নিজের জায়গা করে নেওয়ার লড়াই—সব মিলিয়ে একেবারে বাণিজ্যিক ঢংয়ে গড়ে উঠেছে এ গল্পের গতিপথ।

এ সিরিজের বড় চমক হচ্ছে—বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। ট্রেলারে বাজিমাত করেছেন বাদশাহ শাহরুখ খান, সালমান খান, করণ জোহর, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, এসএস রাজামৌলি, অভিনেত্রী দিশা পাটানি, অর্জুন কাপুর ও রাজকুমার রাও।

ট্রেলারে আমিরকে যেমন ‘ছি ছি’ করতে করতে মজার দৃশ্যে দেখা গেছে, ঠিক তেমনি বাদশাহর মুখে গালাগালি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া। আরও দেখা মিলেছিল সালমান খান, করণ জোহর আর ব়্যাপার বাদশার।

ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ তারকার মেলা বসেছে। এতে প্রধান চরিত্রে রয়েছেন লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মণীশ চৌধুরী, রাঘব জুয়েল, অন্যা সিং, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদি ও গৌতমী কাপুর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More