নতুন করে ফিরছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

দুই দশক পর নতুন করে ফিরছে জনপ্রিয় গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ‘প্রেমের জ্বালা’ সিনেমায় গাওয়া গানটি ২০০২ সাল থেকে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এখনো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গানটি শোনা যায়।

গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ প্রায় ৫২ মিলিয়ন। তাদের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন। এজন্য গানটির নতুন সংস্করণটি আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে।

গানটির নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজনে আছেন এ এন ফরহাদ।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে গানটি সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে। আগের গানের দুই লাইন রাখা হয়েছে কোরাস অংশে। পূজা উপলক্ষে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি, আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি। সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। সম্প্রতি এফডিসিতে নির্মিত একটি বিশাল আয়োজনে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানের ভিডিও শুটিং হয়েছে। যেখানে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।

ওই সেট থেকে দুজনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে অমি জানান, সফলভাবে শেষ হয়েছে গানের ভিডিও শুটিং। শিগগিরই আসছে নতুন এই গান।

জানা গেছে, ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানটি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More