প্রেমিককে প্রকাশ্যে আনলেন ভারতের স্মৃতি মান্ধানা

ভারতের সেরা নারী ক্রিকেটারদের একজন স্মৃতি মান্ধানা। মাঠে ব্যাট হাতে যেমন আস্থার এক নাম স্মৃতি এবং মাঠের বাইরেও সদালাপী হিসেবে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেটপ্রেমীদের। এবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিককে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এই নারী ক্রিকেট সেনসেশন।

শুক্রবার (১৮ জুলাই) ছিল স্মৃতি মান্ধানার ২৯তম জন্মদিন। সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। তাতে মান্ধানাকে ‘নিজের শক্তি এবং সবচেয়ে বড় চিয়ার লিডার’ বলে উল্লেখ করেছেন তিনি।

লিখেছেন, ‘একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’

লেখার সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। উত্তরে ভালবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় নারী দলের সহ-অধিনায়ক।

এর আগে গত ২২ মে প্রথম সামাজিক মাধ্যমে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন স্মৃতি। সে দিন ছিল পলাশের জন্মদিন। প্রেমিককে শুভেচ্ছা জানান সে দিন। তখনই দু’জনকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার সেই জল্পনায় এক রকম সিলমোহর পড়ল।

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয় স্মৃতিকে । ভারতীয় নারী ক্রিকেটের আরেক নক্ষত্র মিতালি রাজের পর দেশটির দ্বিতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে সাড়ে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More