মায়ানগরীতে একাকী শুভশ্রীকে সঙ্গ দিলেন কোন ‘বন্ধু’

এ মুহূর্তে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে। সাবেক প্রেমিক দেবের সঙ্গে জুটি হয়ে শেষ সিনেমা অভিনেত্রীর। কিন্তু ‘ধূমকেতু’ সাফল্যের মধ্যেই কলকাতা ছাড়লেন শুভশ্রী। এ মুহূর্তে তিনি রয়েছেন মুম্বাইয়ে। কিন্তু কেন?

একটি সূত্র জানায়, মায়ানগরীতে অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত স্তব্ধ জনজীবন। বন্ধ সিনেপাড়া। তাই কার্যত বাধ্য হয়ে একাই সময় কাটাতে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিকে। স্বামী বা দুই সন্তান কেউ নেই সঙ্গে। তবে সময়টা ব্যস্ততার মধ্যে কেটে যাবে ভাবলেও আপাতত ঘরে বসেই কাটাতে হচ্ছে শুভশ্রীকে। যদিও একা থাকলেও বৃষ্টি ভেজা দিনে তিনি নিজের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু অভিনেত্রীকে এভাবে একা সময় কাটাতে দেখে তার বাড়ি পৌঁছে গেলেন তার পরম প্রিয় বন্ধু।

শুভশ্রীর সেই বন্ধুটি হচ্ছেন অভিনেত্রী মৌনি রায়। কলকাতার মেয়ে হলেও অভিনয় সূত্রে থাকেন মুম্বাইয়ে। আর শুভশ্রীকে একা সময় কাটাতে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি মৌনি, সোজা পৌঁছে যান বন্ধুর বাড়িতে। দুজনে মিলে কাটালেন বেশ খানিকটা সময়। চলল আড্ডা আর খুনসুটি।

সামাজিক মাধ্যমে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন— ‘আমার বন্ধু ওয়ান অ্যান্ড অনলি মৌনি রায়।’ ছবিটি ভীষণ সুন্দর কারণ ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে গোধূলির মেঘলা আকাশ, সঙ্গে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় দুই অভিনেত্রীকে।

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমা ‘গৃহপ্রবেশ’, যেখানে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছেন সিনেমাপ্রেমী দর্শকরা। এরপরই ৯ বছরের অপেক্ষা শেষে মুক্তি পায় ‘ধূমকেতু’। এ মুহূর্তে গোটা ভারতবর্ষজুড়ে রমরমিয়ে চলছে দেব-শুভশ্রীর এ সিনেমাটি। এ সাফল্যের মাঝেই একটি কাজের বিষয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী, তবে আপাতত সেই কাজ স্থগিত রয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে।

অন্যদিকে বাঙালি অভিনেত্রী হলেও মুম্বাইয়ের মাটিতে নিজের মাটি শক্ত করেছেন মৌনি রায়। ‘নাগিন’ ধারাবাহিকে অসাধারণ সাফল্যের পর তিনি ‘দেব কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত’ সিনেমায় মৌনির অভিনয় ছিল প্রশংসার যোগ্য।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More