১০ বছর পর কঙ্গনা-মাধবনের প্রত্যাবর্তন, ‘সার্কল’ নিয়ে জল্পনা তুঙ্গে

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তামিল নায়ক আর মাধবন দীর্ঘ ১০ বছর আগের সিনেমা ‘তনু ওয়েডস মনু’র সিক্যুয়েলে দুর্দান্ত রসায়ন দেখিয়েছিলেন। সেই সফল জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। আসছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘সার্কল’। সিনেমাটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যা ইতোমধ্যে বলিউড সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

অভিনেত্রী কঙ্গনা রানাউত ও মাধবন দুজনেই অত্যন্ত দক্ষ। তাই সিনেমাপ্রেমী দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। প্রযোজকরা চাইছেন, ২০২৫ সালের পূজায় সিনেমাটি মুক্তি দিতে। সিনেমাটি বছরের অন্যতম আলোচিত রিলিজ হতে পারে বলেই মনে করছেন অনেকে।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সার্কল’ হচ্ছে একটি প্যান-ইন্ডিয়া সিনেমা। অর্থাৎ এটি একসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ করা হচ্ছে। প্রায় এক বছর ধরে সিনেমার শুটিং হয়েছে ভারতের বিভিন্ন শহরে—উটি, জয়পুর, চেন্নাই ও হায়দরাবাদে। সিনেসার শেষ অংশের শুটিং হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার ‘ক্লাব ইলিউশন’-এ।

এ সিনেমাটি প্রযোজনা করছে ট্রাইডেন্ট আর্টস। প্রযোজক রবীন্দ্রন বলেন, কঙ্গনার দক্ষিণ ভারতে জনপ্রিয়তা বাড়ছে এবং এ সিনেমার গল্প এমন, যা আগে কেউ দেখেনি। তিনি বলেন, এটা একদম নতুন ধরনের ছবি, যা দর্শকদের হৃদয় নাড়া দেবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More