স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে এবং ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য ১৯ জুলাই শনিবার সোহরাওয়াদী উদ্যানের জাতীয় সমাবেশ সফল করতে সাংবাদিক সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বলেন, রুটি ডিম আলু ভাজি ও শুকনো খাবার নিয়ে চুয়াডাঙ্গার জামায়াত কর্মীরা নিজের টাকা খরচ করে জাতীয় সমাবেশে যাবেন। কেউ অভিযোগ করতে পারবেন না, জামায়াত কর্মীরা কারো কাছ থেকে চাঁদা তুলে ঢাকা সমাবেশে যাচ্ছেন। তারা সবাই নিজের পকেটের টাকা খরচ করে সমাবেশে যাচ্ছেন। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ গতানুগতিক কোন সমাবেশ না। নির্বাচনের আগে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন করতে হবে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এক কোটিরও বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও খুনি হাসিনার বিচার ছাড়া জাতীয় নির্বাচন নয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক, সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ এমদাদুল্লাহ জামেন ও সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবিরসহ জামায়াতের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.