উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে তিন ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ঘোষণা করেছেন যে তিনি উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে প্রলুব্ধ করার জন্য তিন ধাপের ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনা’ গ্রহণ করবেন। প্রথম ধাপে তিনি পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার চেষ্টা করবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপে লি বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি হ্রাস এবং ধ্বংসের জন্য পদক্ষেপ নেবেন।

ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইয়োমিউরি শিমবুনকে এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন।

লি জে মিউং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের ওপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সক্রিয় আলোচনা ও সংলাপ চালিয়ে যাবে। যদিও উত্তর কোরিয়া ইতিমধ্যেই লির শান্তি প্রস্তাব ও সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

লি আরও উল্লেখ করেছেন, তিনি জাপানের সঙ্গে যুদ্ধকালীন জোরপূর্বক শ্রম ও ‘আনন্দমহিলা’ সংক্রান্ত পূর্বের চুক্তিগুলো মানবেন। পাশাপাশি তিনি চীনকে ‘নিকটবর্তী প্রতিবেশী, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে অবিচ্ছিন্ন’ হিসেবে উল্লেখ করে সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতা এবং প্রয়োজনে প্রতিযোগিতা করার কথা বলেছেন।

তিনি আগামী সপ্তাহে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More