মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের চলমান সামরিক সংঘাতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দুইদিন ধরে উভয় দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। থাই সেনাবাহিনী দাবি করেছে, শুত্রবারও কম্বোডিয়ার বাহিনী ভারী অস্ত্র ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া বিএম-২১ রকেট লাঞ্চার ও ফিল্ড আর্টিলারি দিয়ে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালায়। পাল্টা জবাব দিতে গিয়ে থাই সেনারাও সশস্ত্র হামলা চালায়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতের সীমান্তবর্তী অঞ্চল থেকে এক লাখ ৩১ হাজার ৪৫৬ মানুষকে সরিয়ে নিরাপদ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সীমান্ত সংলগ্ন বিভিন্ন থাই গ্রামে লোকজন নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে।
পূর্ববর্তী পোস্ট
নির্মাতা স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী মানসী
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.