দোহায় হামাস নেতৃত্বের ওপর হামলায় ইরানের নিন্দা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কাতারে ইসরাইলি হামলাকে অপরাধমূলক, চরম বিপজ্জনক ও আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, এ ধরনের হামলা কাতারের সার্বভৌমত্বের পাশাপাশি জাতিসংঘ সনদেরও সরাসরি লঙ্ঘন।

মঙ্গলবার জাতীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বাঘাই বলেন, ‘এই চরম বিপজ্জনক ও অপরাধমূলক পদক্ষেপ আন্তর্জাতিক সকল নিয়ম-কানুনের নগ্ন লঙ্ঘন। এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতারও মারাত্মক লঙ্ঘন।’

তিনি আরও সতর্ক করেন, ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় জায়নিস্ট শাসনের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা পুরো অঞ্চলসহ বিশ্বকে হুমকির মুখে ফেলছে।

অন্যদিকে, ইসরাইল দাবি করেছে, তাদের যুদ্ধবিমান দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ‘বিমান হামলা’ চালিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম ‘কান’ জানিয়েছে, দোহায় এ অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সহযোগিতা ছিল।

এদিকে, এক সিনিয়র কাতারি কর্মকর্তা তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামাসের নেতাদের ওপর কাতারের মাটিতে চালানো ইসরাইলি হামলা এমন সময় ঘটল, যখন দোহা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় তৈরি বন্দি বিনিময় চুক্তির খসড়া অগ্রসর করছিল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More