নেপালে চলমান দুর্নীতি বিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে দেশটি জানিয়েছে, প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে মর্মাহত। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ সংযম দেখাবে এবং শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে।’
বিবৃতিতে আরও জানানো হয়, কর্তৃপক্ষ কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে। এ অবস্থায় নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নেপালি কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ব্যাপক বিক্ষোভের কারণে আজ দিল্লি–কাঠমান্ডু ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং শিগগিরই পরবর্তী আপডেট জানানো হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এয়ার ইন্ডিয়ার জন্য যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।’
নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি’র পদত্যাগ ও সংসদ ভবনে অগ্নিসংযোগের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর দেশজুড়ে তরুণদের বিক্ষোভ তীব্র রূপ নেয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.