ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকেই। গতকাল শুক্রবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রসহ ঝড় হয়, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, নিহতদের অধিকাংশই কৃষক। বজ্রপাতের সময় তারা মাঠে কাজ করছিলেন। একজন কর্মকর্তা জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের একাধিক জেলায় বজ্রপাত হয়। এতে পূর্ব বর্ধমানে ৫ জন, মুর্শিদাবাদে ৪ জন এবং পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় ৩ জন করে প্রাণ হারিয়েছেন।” তিনি আরও জানান, “বজ্রপাতে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ভারতে বজ্রপাতের কারণে ৯০৭ জনের মৃত্যু হয়েছিলো।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More