মাথাভাঙ্গা মনিটর: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। রবিবার ডামান্যো সেনা ঘাঁটির বাইরে তরুণ নিয়োগপ্রত্যাশীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার সময় হামলাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে লোকজন চারদিকে ছুটতে শুরু করে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মরদেহ। একজন টুকটুক চালক আবদুলকাদির হাসান মোহাম্মদ বলেন, “একটি বিশাল বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গে লোকজন দিকবিদিক ছুটতে শুরু করে। চারদিকে মরদেহ পড়ে ছিল।” ঘটনার সময় বহু কিশোর ঘাঁটির ফটকে লাইন ধরে দাঁড়িয়ে ছিল। তখনই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.