‘আ.লীগের বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার: গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের আগে দলটির রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ লিখেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তার শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যায়। কয়েকজন মন্ত্রী, এমপি আটক হলেও শেখ পরিবারের কেউ আটক হয়নি। মানে শেখ পরিবারের সদস্যরা বিপদ বুঝতে পেরে আগেই পালিয়েছিলো। বিপদে পড়ছে যারা আওয়ামী লীগের সেই শীর্ষ নেতাদের নির্দেশে আকাম-কুকাম করতো, তারা পালাতে পারে নাই।

তিনি আরো লিখেছেন, এখনো আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে। সেখান থেকে ফেসবুকে, হোয়াসএপে, টেলিগ্রামে দেশে পলাতক থাকা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিপদে ফেলছে। তারা নিরাপদে বিদেশে বসে নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা না করে রাজপথে নামতে বলছে। এরাও বোকার মত রাস্তায় নেমে পাবলিকের মাইর খাচ্ছে, আটক হচ্ছে।

সবশেষে তিনি যোগ করেন, জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে তাই বিচারের আগে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নাই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More