চুয়াডাঙ্গায় চারদিনে করোনা আক্রান্ত চারজনসহ ২৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ঈদের আগের দিন থেকে গতকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। গত চারদিনে করোনা আক্রান্ত চারজনসহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। ২৪ ঘন্টায় সুস্থতার সনদ পেয়েছেন ৯২ জন। এদিকে গত ২৪ ঘন্টায় তথা শুক্রবার চুয়াডাঙ্গায় আরও ১২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অপরদিকে শুক্রবার সুস্থও হয়েছেন ৯২ জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই করোনা আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়। এদিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৭ জন। এদিন ১৯১ নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ৩৭, আলমডাঙ্গায় ৬, দামুড়হুদায় ৬ জন। এদিন কেউ সুস্থ হয়নি। ২১ জুলাই উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়। এদিন করোনা কোনো ফলাফল আসেনি জেলা স্বাস্থ্য বিভাগের নিকট। ফলে কারোর শরীরে করোনা শনাক্ত হয়নি। এদিনও কেউ সুস্থ হয়নি। ২২ জুলাই করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ৪জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৫৭৯ জন করোনা শনাক্ত হয়। উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিলো ১৬৬ জন। এদিন ৬৩ নমুনা পরীক্ষায় করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৭, আলমডাঙ্গায় ৩, দামুড়হুদায় ৫ এবং জীবননগরে ১ জন। ২৩ জুলাই শুক্রবার চুয়াডাঙ্গায় নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন এবং দামুড়হুদার ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৫ হাজার ৫৯১ জন। গতকাল করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। শুক্রবার সুস্থতার সদন পেয়েছেন ৯২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের এবং জেলার বাইরে ১৭ জনের।
শুক্রবার জেলা স্বাস্থ্যবিভাগ নতুন ৩১ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেন। এ নিয়ে মোট নমুনা প্রেরণ করেছেন ২০ হাজার ৩৭২ জনের। এদিন ৩১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২০ হাজার ১শ ৭০ জনের। জেলায় মোট সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে ৯৩ জন, বাড়িতে আছেন ১ হাজার ৯৪৫ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More