পাকিস্তানে গাড়িতে বোমা হামলায় সহকারী কমিশনারসহ নিহত ৫

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮জন। বুধবার প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় টার্গেট করা হয় সহকারী কমিশনারের গাড়িকে। গাড়িটি বিস্ফোরণে মৃত্যু হয় চার সরকারি কর্মকর্তার। নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ। বাকি একজনের পরিচয় জানা যায়নি। ভয়াবহ এ বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে। তবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More