বিচার বিভাগকে দলীয়করণ বন্ধ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান

চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্ণীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্রকে ধ্বংস করেছেন। অবিলম্বে বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গেফতার করতে হবে এবং দুর্ণীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে। তার এ সিদ্ধান্তের ফলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ হয়েছে। অন্যথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বক্তারা অভিযোগ করেন, এখনো উচ্চ ও নিম্ন আদালতে খায়রুল হকের অনুসারীরা রয়েছেন, যারা দলীয় সুবিধা দিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। বক্তারা বিচার বিভাগের দলীয়করণ বন্ধ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম সঞ্চালনা করেন। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী, মারুফ সরোয়ার বাবু (পিপি) আব্দুল খালেক (জিপি), সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা, আ স ম অধব্দুর রউফ, মইন উদ্দিন, বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মানি খন্দকার, জিল্লুর রহমান জালাল, আতিয়ার রহমান (২) ও মেহেদী হাসানসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাড. আদিল করিম। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সভাপতি অ্যাড. কামরুল হাসান, অ্যাড. মোখলেসুর রহমান খান স্বপন, আসাদুজ্জামান খোকন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক, অ্যাড. আনোয়ার হোসেন, এহান উদ্দিন মনা, আবু সালেহ মো. নাসিম, আল মামুন অনল, বুলবুলি খাতুন, সাহেব আলী, মীর আলমগীর হোসেন আলমসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More