মন্দিরে মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে ছোট ছোট শিশুরা শ্রীকৃষ্ণের সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গায় দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বড় বাজার দুর্গা ম-পের সামনে থেকে বিশ্ব শান্তির কামনায় আয়োজিত শোভাযাত্রার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, ডা. মার্টিন হীরক চৌধুরী ও চুয়াডাঙ্গা দুর্গা ম-পের সভাপতি সুরেশ কুমার সাহাসহ সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ। এছাড়াও এতে শতাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার দুর্গা ম-পে গিয়ে শেষ হয়। এর আগে মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা শুরু হয়। এছাড়া রাতে ম-পে শ্রী কৃষ্ণের পূজা করবে ভক্তরা।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার সকাল ১০টায় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে সরোজগঞ্জ পূজো উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো দুর্গা মন্দিরে গীতাপাঠের আসর, ধর্মীয় আলোচনাসভা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ও র‌্যালি। সভাপতিত্ব করেন সরোজগঞ্জ সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার। আলোচনাসভায় অংশ নেন সরোজগঞ্জ কাচারিপাড়ার পূজা উদযাপন কমিটির, উপদেষ্টা গোবিন্দ্র কর্মকার, আশোক কুমার সরকার, সাবেক বাদল কুমার সাহ, পরিচালনা কমিটির সহসভাপতি, উত্তম কুমার কর্মকার, অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, যুগ্মসম্পাদক সুভোংকর শর্মা, অরবৃন্দু শর্মা, নিপেন কুমার কর্মকার, ক্যাসিয়ার শ্যামল কুমার, সহ-ক্যাশিয়ার লক্ষিকান্ত সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক দিলীপ কুমার কর্মকার, সহ-গোবিন্দ বিশ^াস, উজ্জল কুমার অধিকারী, অশিত কুমার কর্মকার, হাসনহাটি পূজা উদযাপন কমিটির সভাপতি দয়াল কুমার, সিন্দুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার, কুতুবপুর পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার দাশ, ধুতুরহাট পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ভরোত কুমার দাশ, কালিভা-ারদহ কালিমন্দির পরিচালনা কমিটির সভাপতি অশিত কুমার, গোবিন্দ্র হালদার, খোকন অধিকারী, কল্যাণ জোয়ার্দ্দার, নারান অধিকারী, পরিতোশ, ওতুল অধিকারী, জয়চাঁদ কর্মকার, সুমন ব্যানার্জি, কৃষ্ণ সাহা, দিলীপ কুমার কর্মকার প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কাচারী পূজামন্দির থেকে বের হয়ে সরোজগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের  পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মষ্টমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় চারতলার মোড়ের শ্রী সত্যনারায়ন মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের হাইরোড, স্বাধীনতা স্তম্ভ, রেল স্টেশন, পশুহাট, সোনাপট্টি হয়ে রথতলা হরিবাসর আঙিনায় আলোচনা সভায় মিলিত হয়। জন্মষ্টমী আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। র‌্যালি ও আলোচনাসভায় জন্মষ্টমী উদযাপন কমিটির যুগ্মআহবায়ক ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর আগরওয়ালা, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রশান্ত অধিকারী, সুশীল কুমার ভৌতিকা, সমীর কুমার দে, সাধারণ সম্পাদক কিশোর কুমার কু-ু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার। পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য্যর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি লিপন কুমার বিশ^াস, সহসভাপতি মদন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় কুমার বিশ^াস, উপজেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসিম কুমার সাহা, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ সাহা, প্রসেনজিৎ, মহেশ, গোপাল, স্বপন পাল, সৌরভ, বাধন, শুভ, উজ্জ্বল, তন্ময়, দীপ প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টামি পালন করা হয়েছে। দর্শনা পুরাতন বাজার দূর্গামাতা পূজা মন্দির কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল ৯টার দিকে পুরাতন বাজার মন্দিরের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। এ শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহ্বায়ক উত্তম রঞ্জন দেবনাথ, সদস্য সচিব সঞ্চয় হালদার। র‌্যালিটি শহরের প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। র‌্যালি আরও উপস্থিত ছিলেন, পুরাতন বাজার পূজামন্দির কমিটির সভাপতি প্রান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক প্রভাষক মিল্টন সাহা, অনন্ত শান্তারা, দেবু বিশ্বাস, দীপেন ঘোষ, স্বরুপ কুমার দাস, ভোলা চক্রবর্তী, দিনু দাস, নিরঞ্জন দাস, রঞ্জন হালদার, বিরেন হালদার, মনোরঞ্জন হালদার, অসিম ঘোষ, অশোক ঘোষ, জীতেন হালদার, সুজন হালদার, অবনী শান্তারা, ডা. দুলাল চন্দ্র দে, রুহি কর্মকার, নকুল সেন প্রমুখ। সার্বিক আয়োজনে আর্থিক সহায়তা করেন উত্তম রঞ্জন দেবনাথ।।

মেহেরপুর অফিস জানিয়েছে, মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মেহেরপুর শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাপ্পি পালের নেতৃত্বে মেহেরপুর নায়েববাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অশোক রঞ্জনসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। একই দিন বিকালের দিকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উদ্যোগে র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি নেতৃত্বে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে পিপি পল্লব ভট্টাচার্য, শাশ্বত নিপুন চক্রবর্তী, দ্বিজেন্দ্রনাথসহ বিপুল পরিমাণ ভক্ত অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More