আয়ুষ্মান-সারার শুটিংসেটে ক্রু মেম্বারকে হেনস্তা, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার:উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের আসন্ন সিনেমা ‘পতি পত্নী অর ওহ ২’-এর শুটিং চলাকালে ক্রু মেম্বারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৭ আগস্ট) শুটিং চলাকালীন আয়ুষ্মান ও সারা আলি খানকে দেখতে ভিড় জমেছিল জনতার। এ সময় শুটিংয়ের জন্য অল সেইন্টস ক্যাথেড্রালের কাছে রাস্তার একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। কৌতূহলী দর্শকরা মাঝপথে গাড়ি থামিয়ে শুটিং দেখেছেন।

এর মধ্যে যানজটে বিরক্ত হয়ে কয়েকজন যুবক সেখানে এসে হট্টগোল সৃষ্টি করেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সিনেমার শুটিং চলার সময় কিছু উত্তেজিত যুবক এসে এক ক্রু মেম্বারকে মারধর শুরু করেন।

এ বিষয়ে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ অভিজিৎ কুমার জানিয়েছেন, গত ২৭ আগস্ট প্রয়াগরাজের থর্নহিল রোডে ‘পতি পত্নী অর ওহ ২’ সিনেমার শুটিং চলাকালীন মারধরের ঘটনা ঘটে।

বিআর চোপড়া ফিল্মসের প্রোডাকশন হেড জোহেব সোলাপুরওয়ালার ওপর স্থানীয় বাসিন্দাদের হামলার অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, বিআর চোপড়া ফিল্মসের লাইন প্রযোজক সৌরভ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে ২৮ আগস্ট সিভিল লাইন থানায় এফআইআর করা হয়। মূল অভিযুক্ত মেরাজ আলিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ডিসিপি (সিটি) অভিষেক ভারতী বলেন, নিরাপত্তার জন্য শুটিং টিমকে পুলিশের একটি দল দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশের একটি দল ছিল, কিন্তু কিছু ছেলে তাদের মোবাইল দিয়ে শুটিংয়ের ভিডিও তৈরি করে, যার ফলে তর্ক শুরু হয়। তথ্যপ্রযুক্তি আইন ২০০৮-এর ১৯১(২)১১৫ (২), ৩৫২, ৩৫১ (২), ৩৫১(৩) এবং ৬৬ ধারায় এফআইআর করা হয়েছে।

উল্লেখ্য, ‘পতি পত্নী অর ওহ ২’ সিনেমাটির শুটিং ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ সিনেমাটি পরিচালনা করছেন মুদাসসর আজিজ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More