মাথাভাঙ্গা মনিটর: কাজ সহজ ও গতিশীল করতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিনদিন। বিশ্বজুড়ে বাড়ছে এর জনপ্রিয়তাও। তবে আধুনিক এই প্রযুক্তির অপব্যবহারের শিকারও হতে হচ্ছে মানুষকে। এবার যেমন হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা। এআই ফোন কেলেঙ্কারির শিকার হয়েছেন তিনি। কীভাবে কেলেঙ্কারির শিকার হয়েছেন সম্প্রতি নিজেই জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, একজন স্ক্যামার তার সুপরিচিত এক বিশ্ব নেতার ক্লোন করা ভয়েস ব্যবহার করে তার কাছে অর্থ দাবি করেছিলেন। অর্থ দাবি করার সময় তাকে বলা হয়েছিল, তার দেশই একমাত্র আসিয়ান দেশ যারা এখনও সংস্থাটিতে অর্থ দেয়নি। ঠিক কার ভয়েস শুনতে পেয়েছিলেন থাই প্রধানমন্ত্রী; সেটি অবশ্য প্রকাশ করেননি সিনাওয়াত্রা। তবে তিনি জানিয়েছেন একজন সুপরিচিত বিশ্ব নেতার কণ্ঠ ব্যবহার করে সেই বার্তাটি এসেছিল তার কাছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.