ঝিনাইদহ প্রতিনিধি –
ঝিনাইদহ জেলা কারাগারে বিল্লাল হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। স্ট্রোকজনিত কারণে এ হাজতির মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন কারাকর্তৃপক্ষ।
সোমবার (২৬ আগস্ট) ভোরে জেলা ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত হাজতি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মৃত বদরদ্দিনের ছেলে। ঝিনাইদহ কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে তিনটি মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বিল্লালকে। তার মামলা আদালতে চলমান রয়েছে। আরও জানা যায়, রোববার দিবাগত রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। বিল্লাল হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. মহিউদ্দিন জানান, বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতন্ত শেষে তার ছেলে ও আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.