বিশেষ প্রতিবেদক:চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন এর দোস্তগ্রামের (স্কুলপাড়া) এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২৫) বিকেলে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আলমগির শিকদার (৫৫), পিতা মৃত রবিউল ইসলাম, দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার স্ত্রী মোছা: খাদিজা বেগম বাড়ির কিছুদূর এগিয়ে পালিত হাস আনতে যান। এ সময় অজ্ঞাত চোরেরা ঘরের পেছনের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে রাখা আনুমানিক ১৩ থেকে ১৪ হাজার টাকা, ব্যাংক ও নগদ কাগজপত্র, তিনটি স্বর্ণের চেইন, একটি হার, দুটি রুলিবালা, একটি জোড়া কানের দুল, পাচটি স্বর্ণের আংটি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক স্বর্ণের ওজন হবে ৪ ভরি বলে জানান।
ঘটনার পর নোং আলমগির শিকদার বাড়িতে ফিরে এসে দেখতে পান, ঘরের আসবাবপত্র এলোমেলো ও ভাঙচুর অবস্থায় পড়ে আছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও চোরদের কোনো সন্ধান পাননি।
ভুক্তভোগী অভিযোগে আরও উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোরেরা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আমরা শঙ্কিত।
ঘটনার বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য: চুরির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.