বিশ্ব পথশিশু দিবস উদযাপন করলো “মানবতার জন্য সংস্থা

গড়াইটুপি প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের.৬২ নং আড়িয়া গ্রামের মানবতার জন্য সংস্থার নিজ কার্যালয়ে পথশিশু দিবস উপলক্ষে প্রীতিভোজ, ব্লাডগ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষা সামগ্রী এবং পুরুষ্কার বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট এর পরিচালক জনাব নুরে ই আলম রাহুল

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন বিশ্ব পথশিশু দিবস এটি মূলত সমাজের বঞ্চিত বাচ্চাদের নিয়ে দিনটি অনেক সুন্দর, আমি উদাত্ত আহ্বান করবো সমাজের বিত্তবানশালীদের পথশিশুদের বঞ্চিত মনে না করে আর ১০ টা শিশুর মতো আচারণ করতে।

” মানবতার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন বাংলাদেশের ও হাজার হাজার পথশিশু রয়েছে তাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্য জনসচেতনতামূলক প্রচারণা করতে আমাদের এই আয়োজন।

কিন্তু আমাদের গ্রামে পথশিশু না থাকার কারনে আমরা তিতুদহ ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন মাদ্রাসার বড়শলুয়া মাদ্রাসা, তিতুদহ মাদ্রাসা, সড়াবাড়িয়া মাদ্রাসা, বেগমপুর মাদ্রাসা, যদুপুর মাদ্রাসা, গিরীশনগর মাদ্রাসা প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে এই পথশিশু দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়৷
এই অনুষ্ঠানে ছিলো একবেলা আহার, ব্লাড গ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষা সামগ্রী বিতরন গত বছরের ন্যায় এই দিনটি ছিলো অত্যান্ত আনন্দায়ক ও পথশিশুূের অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ।

সভাপতিত্বের বক্তব্য আঃমান্নান বলেন আমরা শতাধিক এতিম শিশু একসাথে পেয়ে আমরা অত্যান্ত আনন্দায়ক, “মানবতার জন্য” সংস্থা পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংস্থা হওয়ার সত্বেও পাশাপাশি সামাজিক, মানবিক করে যাচ্ছে। তিতুদহ ইউনিয়ন সহ
চুয়াডাঙ্গা জেলাব্যাপী কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত রাজন মিয়া বলেন;দে-শ ও দেশের সরকারকে এগিয়ে আসতে হবে পথশিশুদের অধিকার আদায়ের নিশ্চিত করতে। এদের মৌলিক অধিকার নিশ্চিত করে দেশের সম্পদে রুপান্তর করতে হবে।

এসময় উপস্হিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ,সমাজকল্যান বিষয়ক সম্পাদক সেলিম রেজা, প্রচার বিষয়ক সম্পাদক সুলতান সরকার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ঝন্টু,আরাফাত রহমান, ইউসুফ রহমান, মোছা: তনু, মুন্জরুল, রাহীম, রানা, মহিরুল, মো: বিপুল , সেলিম রেজা, রাজন মিয়া, মাহাবুব হাসান, আক্তারুজ্জামান

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More