মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় সারা দেশে ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশির সংখ্যা বেশি। তাদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়াই ওই দেশে প্রবেশ করেছিলেন। কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতির অপব্যবহার করেছেন।

এছাড়া অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

অন্যদিকে চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যেই তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More