ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় অপূর্ব কর্মকার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত পরশু বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দুধসর ইউনিয়নের আসাননগর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অপূর্ব কর্মকার ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রয়াত পল্লি চিকিৎসক অরবিন্দু কর্মকারের ছেলে। স্থানীয়রা খবরের কাগজকে জানান, শৈলকুপা থেকে ঝিনাইদহে ফেরার পথে উপজেলার আসাননগর সড়কে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে অপূর্বর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় অপূর্ব মোটরসাইকেলসহ সড়কের পাকা রাস্তার ওপর আহত অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে আরাপপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক অপূর্বকে মৃত্যু ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.