সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
শাস্তি যেন হয়
আহাদ আলী মোল্লা
উড়লো বিমান আকাশে যেই
জানটা করে খাঁ খাঁ,
অমনি ভেঙে পড়লো নিচে
ওই বিমানের চাকা।
আত্মা খাঁচা ছাড়া রে ভাই
আত্মা খাঁচা ছাড়া,
তখন হঠাৎ মনে হলো
সামনে মরণ খাঁড়া।
এ দফা যাক বেঁচে…
মূল মহাজন ধোরো
আহাদ আলী মোল্লা
মাদক সেবন বাড়ছে নাকি কমছে নাকি
বিক্রেতা বা ক্রেতা দেশে দমছে নাকি
কে সেই হিসাব রাখে,
মাদক মাদক ব্যবসা চলে
ছলেবলে কী কৌশলে
প্রশ্ন করি কাকে।
মেলা খাদক এই যে মাদক টানছে খালি…
কত যে প্রাণ
আহাদ আলী মোল্লা
এ কান দিয়ে ঢোকান কাজি
ও কান দিয়ে বের করেন,
শপথ পড়েন আর হবে না
দু’দিন পরে ফের করেন।
থামছে না তাই বাল্য বিয়ে
গুনেও নগদ জরিমানা,
থোড়ায় কেয়ার হচ্ছে তাদের
আমরা যতই করি মানা।
ভয়…
হ্যান্ডকাফ
আহাদ আলী মোল্লা
মাতলামি তার নেশা পেশা
বেড়ায় ঢুলে ঢুলে
গলা ছেড়ে গাল পাড়ে সে
মা মাতালি তুলে।
মাঝে মাঝে পড়ে থাকে
উদোম হয়ে পথে,
পড়শিরা খুব নিন্দা জানায়
বাধে না ইজ্জতে।
আকাম কুকাম করে বেড়ায়
সব…
বোঝেন না ছাই
আহাদ আলী মোল্লা
কেরুজ জিনিস করছে ফিনিস
কর্মচারী কর্তারাই,
যারা ফলায় মারিং কাটিং
বুড়ি কেরুর বর তারাই।
থুক্কু থুড়ি ভুল দাদু রে
কী ঢুকেছে মস্তকে,
আন্দাজে দোষ দিলে এমন
রাখবে নাতো বস তোকে।
সরি…
যেই হয়ে যান পার
আহাদ আলী মোল্লা
যখনই ভোট আসে তখন
নেতৃবৃন্দ ছোটেন,
আড়ামোড়া ছেড়ে তারা
হঠাত জেগে ওঠেন।
এখানে যান ওখানে যান
খরচ করেন চা বিড়ি পান
নগদ ভোটের আশায়;
কথা বলেন করুণ সুরে
নম্র-ভদ্র ভাষায়।
বাজার হাটে…
পড়লে গ্যাঁড়াকলে
আহাদ আলী মোল্লা
ধরা খেলেন জামাই দাদু
চুরি করে আলমসাধু
খুঁজছে পুলিশ তাকে;
চতুর্দিকে কানাকানি
সব হয়ে যায় জানাজানি
পড়লো বাড়ি ঢাকে।
ধরলো তাকে সিসি টিভি
চিনলো কত স্বামী বিবি
বড্ড শরম লাগে,
লোকটা…
না হোক বারো মেসে
আহাদ আলী মোল্লা
রোহিঙ্গারা নির্যাতিত হয়ে করুণ বেশে
আসছে রোজই বেপরোয়া বানের মতো ভেসে
সবাই মিলে আমরা তাদের করছি বরণ হেসে
আবাস ভূমি ছাউনি চালা দিচ্ছি ভালোবেসে।
দিনে দিনে আমাদেরও বাড়ছে আকাল…