সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
শক্ত ঘাঁটি
আহাদ আলী মোল্লা
অনিয়ম ও দুর্নীতি নেই
কোথায় এমন জা’গা,
কেউ কিছু যেই শোনেন কানে
দাবি করেন ভাগা।
ইঁদুর খাওয়া খেতে খেতে
সমানভাবে যেতে যেতে
অল্প কিছু থাকে;
তা নিয়ে তো সাধু যারা
পড়েন দুর্বিপাকে।…
মটকে দেবো ঘাড়
আহাদ আলী মোল্লা
খুন যেন খুব তুচ্ছ ব্যাপার
এক পলকেই হয়,
এই খুনিরা খুব সহজে
নেয় খুঁজে আশ্রয়।
ওদের অনেক থাকে পেলা
ওপর-নিচে বন্ধু মেলা
তারাই সাহস জোগায়;
গোটা সমাজ ভোগায়।
কিন্তু খুনি ধরতে হবে…
লেজ গুটানো
আহাদ আলী মোল্লা
রাশিয়া খুব শক্তিশালী
সমান চলে চীন,
ওদের মোটা স্বার্থ আছে
সবাই বুঝে নিন।
তাই তো ওদের পক্ষ নিয়ে
স্বার্থ হাসিল লক্ষ্য নিয়ে
বার্মাকে দেয় পেলা;
দ্যাখো কেমন ঠেলা।
এই সুযোগে…
কে বা তাদের ধরতে পারে
আহাদ আলী মোল্লা
প্রচলিত একটা কথা
সবাই জেনে নিন,
দশদিন খায় চোর বেটারা
গেরস্থের একদিন।
তেমনি হলো সবুজ-রনির
ধনীর দুলাল এ দুই মনির
হাতেনাতে ধরা;
এখন কী যায় করা।
না বাবা নয় তেমন কিছু
চোরের…
ক্ষমা করিস তোরা
আহাদ আলী মোল্লা
সাগর আমায় মাফ করে দিস
রাজন করিস ক্ষমা,
তোদের যত রাগ অভিযোগ
রাখিসনে আর জমা।
এই সমাজের কতেক মানুষ
করলো তোদের হত্যা,
আমি তোদের দিইনি তবু
বাঁচার নিরাপত্তা।
এ দোষ আমার কারণ হলো…
উনি পিয়ন কাকা
আহাদ আলী মোল্লা
ঝাড়ুদারের হাওদা পেটে
সব চলে যায় ঢুকে,
সময় কাটান শুয়ে বসে
লম্বা চুরুট ফুঁকে।
অফিসারের ভাব ফুটানি
পিয়ন হলেও তিনি,
অট্টালিকা গাড়ি বাড়ি
করেন কিনিকিনি।
ব্যাংক থেকে নেন টাকার…
বিদ্যুতের দাম
আহাদ আলী মোল্লা
সকাল বিকেল চলে ওদের
দাম বাড়ানোর পাঁয়তারা,
যাদের পকেট ফুলবে খুবই
মূল্য বেশি চায় তারা।
বিদ্যুত রেট বৃদ্ধি মানেই
উৎপাদনের অন্তরায়,
কেউ কি এতে সায় দেবে ক’
দেশের জনগণ তোরাই।…
গলাকাটা দাম
আহাদ আলী মোল্লা
ওই ব্যাটারা গলাকাটা
দাম ফেলেছে ওষুধের,
এই ব্যবহার এই আচরণ
থাকে কেবল পশুদের।
দর-দামে খুব ছিনিমিনি
একশ’ টাকার ওষুধ কিনি
হাজার টাকা হাঁকায়;
বাধ্য হয়ে কিনছি কারণ
মরবো যদি না…