অন্যায়ের সাথে আপোষ আগেও করিনি এখনও করবো না

দামুড়হুদায় কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ইউএনও দিলারা রহমান
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও দিলারা রহমান। তিনি গতকাল সোমবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শুরুতেই অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অতপর দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিনি সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, একজন ইউএনও’র পক্ষে উন্নয়নমূলক কর্মকান্ড বেগবান করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের সহযোগিতাটাই মূখ্য। আমরা সবাই একটা পরিবার। আমরা যদি একটি টিম হয়ে খেলতে পারি তাহলে অবশ্যই উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মাহবুব উল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, নূর ইসলাম, ছবীর উদ্দীন, শাহরিয়ার কবীর, সেলিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম। এছাড়া বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি নিজ কার্যালয়ে দামুড়হুদা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরিচয়পর্ব শেষে উম্মুক্ত আলোচনায় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য আন্তরিকতার সাথে শোনেন। সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও দিলারা রহমান সাংবাদিকদের প্রশাংসা করে বলেন, আমি আগে যেখানে কাজ করেছি সেখানেও সাংবাদিকদের সাথে সুসম্পর্ক ছিলো, আশাকরি আপনাদের সাথেও সুসম্পর্ক থাকবে। আপনাদের সাথে নিয়েই উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে চাই। পেশাগত দায়িত্ব পালনে আমার সার্বিক সহযোগিতা অবশ্যই পাবেন। প্রয়োজনে ফোন করবেন। যদি কোন কারণে রিসিভ করতে না পারি তাহলে বিষয়টি এসএমএস করবেন। তথ্য দেয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। পরিশেষে তিনি খুব দৃঢ় কন্ঠে বলেন, আমি অন্যায়ের সাথে আপোষ আগেও করিনি, এখনও করবো না। মতবিনিময়সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি মো. নুরনবী, সহ-সভাপতি জাহিদুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শমশের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মিলন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সহসভাপতি ফজলুল হক, সদস্য শামসুজ্জোহা পলাশ, শরিফুল ইসলাম, এসএম সুজন, রকিবুল ইসলাম তোতা, রোকনুজ্জামান, দর্শনা প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সদস্য রাজিব হাসান, আহসান হাবিব, হাসমত আলী, আব্দুর রহমান, আবিদ হাসান রিফাত।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More