মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পান হাটে কৃষিপণ্য ধান, গম, পাট, ভুট্টা, কলায়, মসুরি ও সরিষাসহ কৃষিজাত পণ্যের পাইকারি বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেহালা পান হাট বাজারে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়। বাজারের ব্যবসায়ীরা বলেন, এলাকার চাষীদের কৃষিপণ্য বিক্রি করতে এলাকার বাইরে যেতে হতো, এখন আর বাইরে যেতে হবে না। মুন্সিগঞ্জ বাজারের প্রাণকেন্দ্র জেহালা পান হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান ভুট্টা পাট গমসহ বিভিন্ন কৃষিজাত পণ্য বিক্রি করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরআলা, মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম সোনামিয়া, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব সুরেশ কুমার আগরআলা পিন্টু, বিশিষ্ঠ ব্যবসায়ী আবিদুদ্দোজা কেবল, জেহালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, বিশিষ্ঠ ব্যবসায়ী মানিক কুমার আগরআলা, আব্দুল আলী, সালাম আলী, আব্বাস, আজিজুল, মহাবুল স্বাক্ষর সহ বিভিন্ন এলাকার পাইকারি ভুসিমাল ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.