মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগিরহুদা গ্রামে গলায় ফাঁস দিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ভোরের দিকে তিনি নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিন সন্তানের জনক সাহাবুল হক যুগিরহুদা গ্রামের মরজেম আলীর ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে মৃত সাহাবুলের স্ত্রী ফরিদা খাতুন বলেন, কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ে পরিবারের একমাত্র অর্থকারী ফসল পান বরজ ঝড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকেই তিনি চিন্তাই পড়ে যান। পান বরজ মেরামত করতে এখন অনেক টাকা প্রয়োজন। অনেকটা হতাশা নিয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তিনি। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ হারি পুলিশের ইনচার্জ এস আই আলমগীর কোভিদ সঙ্গে ওডসহ লাশ উদ্ধার করে প্রধান রিপোর্ট করেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.