হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও এসএসসি-২০২৫ কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের অবদান। বিতর্ক প্রতিযোগিতা শেষে এসএসসি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় হাটবোয়ালিয়া কেন্দ্র থেকে সর্বোচ্চ নম্বর অর্জন করা শিক্ষার্থী মোছা: আফিয়া ইয়াসমিনকে ক্রেস্ট দিয়ে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুজ্জামান লাকি , কুরবান আলী, আলমগীর কবির গুলশান আরা প্রমুখ। আফিয়া ইয়াসমিন লিরা হাটবোয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফি উদ্দিন লাড্ডু’র কন্যা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.