আলমডাঙ্গা ব্যুরো: অপচিকিৎসা রোধ ও সদস্যদের কল্যাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা শহরের হাজি মোড়ে ডা. লিয়াকত টাওয়ারস্থ লায়লা কনভেনশন হলে আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এম এ গফুর। আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক ও বিসিডিএস আলমডাঙ্গা উপজেলার নির্বাহী সদস্য জাকেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পি.পি.এম), চুয়াডাঙ্গা জেলা শাখার বিসিডিএস সভাপতি মাসুদুর রহমান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জাকেরুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯৬ সদস্য বিশিষ্ট আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি, আলমডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের আলমডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও ইলিয়াস হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জগলুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক হেকমত আলী, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, বিসিডিএস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলী আকবর কাকু, জেলা শাখার উপদেষ্টা শ্রী অমল কুমার বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মীর আব্দুল আউয়াল লিডু, সহ-সভাপতি জামসেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নওশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন। বক্তারা তাদের বক্তব্যে সমাজে অপচিকিৎসা রোধে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সদস্যদের পারস্পরিক সহায়তা, প্রশিক্ষণ ও সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আলমডাঙ্গা পৌরসভার ৪০ বছর পূর্তি পালন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.