আলমডাঙ্গায় জরিমানা করতে গিয়ে দরিদ্র ও অসহায়দের মাঝে মাস্ক কিনে বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে ঘোরাঘুরি করা ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করতে গিয়ে নিজেই দরিদ্র ও অসহায়দের মাঝে মাস্ক কিনে বিতরণ করলেন ইউএনও লিটন আলী।
জানা যায়, ৩ জুন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে ঘোরাঘুরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্দেশ্যে আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দীন মোড়ে অবস্থান নেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। এ সময় তিনি দেখতে পান মাস্কবিহীন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলা অধিকাংশ ব্যক্তিই দরিদ্র ও অসহায়। সে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিবর্তে ব্যতিক্রম এক পদক্ষেপ নিলেন তিনি। নিজ অর্থে মাস্ক কিনে দরিদ্র ও অসহায় পথচারীদের মাঝে বিতরণ শুরু করেন। আলমডাঙ্গা শহরের হাইরোড, জুতাপট্টি, গার্মেন্টসপট্টি, ফলপট্টিসহ বিভিন্ন এলাকায় তিনি মাস্ক বিতরণ করেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষাকারীদের অধিকাংশ ভ্যানচালক, হতদরিদ্র ও অসহায় নারী। এই ধরণের মানুষ আমাদের সমাজের একটা বড় অংশ। তাদের বাদ রেখে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব না। তাই মাস্ক কিনে তাদের মাঝে বিতরণ করেছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More